বাকৃবি: ‘প্রতারণা নিপাত যাক, ভালোবাসা অটুট থাক। আমরা বঞ্চিত, আমরা বিতাড়িত, আমরা প্রতারিত, আমরা মর্মাহত।
এ ধরনের বিভিন্ন শ্লোগান সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘মহা শোক র্যালি’ বের করে ‘প্রাইমারি-টারশিয়ারি ছ্যাকা গ্রুপ’ নামে এর একদল শিক্ষার্থী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে অর্ধ-শতাধিক তরুণ নিজেদের প্রেম বঞ্চিত দাবি করে ক্যাম্পাসে এ র্যালিতে অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের লেভেল-১, সেমিস্টার-২ এর শিক্ষার্থী গোলজার, সুশান্ত, বায়েজিদ, মামুন, জোবায়ের, সাকিব, তুষার, রাফি, লিঠু, প্রিয় প্রমুখ অভিনব এ র্যালির আয়োজন করে বলে জানা গেছে।
এ সময় র্যালির গোলজার ‘১৪ ফেব্রুয়ারি’কে আন্তর্জাতিক মর্মাহত দিবস বলে দাবি করেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫