ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে ককটেল বিস্ফোরণকালে আটক যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ঢাবিতে ককটেল বিস্ফোরণকালে আটক যুবক ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিববাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় জুলহাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে শিববাড়ির বিএনসিসি ফটকের কাছে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কনস্টেবল সবুজ এবং উপপরিদর্শক ফজলা রশীদ জুলহাসকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে দু’টি ককটেল উদ্ধার করা হয়।

আটকের পর তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি নিজেকে ঢাকা কলেজের ছাত্র বলে দাবি করছে।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।