গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের মাঝুখান বাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের শিশু আরোহী নিহত এবং দুই আরোহী আহত হয়েছেন।
শনিবার(১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের
সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে দু’জনের নাম-পরিচয় পাওয়া গেছে। নিহত শিশু টঙ্গীর পাগারের আটারকল এলাকার বাবুল মিয়ার পুত্র তন্ময় (১২)। আহত তার বোন তন্বী(১৮) ও অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূবাইল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক(এসআই) মো. একরামুল হক জানান, সিলেটগামী এনা পরিবহনের সঙ্গে টঙ্গীগামী মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে সড়কে পড়ে যান। পরে তন্ময়কে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। এ সময় তন্বীসহ দু’জন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে আহত অন্যজনের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫