ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ, ২ যুবককে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ, ২ যুবককে গণপিটুনি ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।


 
আটকরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিব (২৫) ও একই এলাকার সবির উল্যার ছেলে মনির হোসেন (২৫)। তবে, তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শহরের উত্তর তেমুহনী এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় সন্দেহ হওয়ায় স্থানীয় জনতা দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।