ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে এক যুগল আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৌনে ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজিমপুরের বাসিন্দা নয়ন হোসেন (৩০) ও ডালিয়া (২৫) নামের এ যুগল ভালোবাসা দিবসে ঘুরতে বেরিয়েছিলেন।
রাস্তা দিয়ে হাঁটার সময় ককটেল বিস্ফোরণে ডালিয়ার ডান হাত ও নয়নের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে।
চিকিৎসার জন্য তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এসেছেন বলে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫