ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার খবর মিডিয়ায় প্রচার বন্ধ করে দেওয়া উচিৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সহিংসতার খবর মিডিয়ায় প্রচার বন্ধ করে দেওয়া উচিৎ ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিডিয়ায় হরতাল-অবরোধ বা সহিংসতার খবর প্রচার করা বন্ধ করে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



মতিন খসরু বলেন, মিডিয়ার কারণে হরতাল-অবরোধ বেশি প্রচার হচ্ছে। হরতাল অবরোধ তো বিএনপি বা খালেদা জিয়া করছে না। মিডিয়াকে একটা প্রেস রিলিজ দিয়ে দেয়। আর তারা হরতালের খবর বলে প্রচার করেন। তাই মিডিয়ায় হরতাল-অবরোধ বা সহিংসতার খবর প্রচার করা বন্ধ করে দেওয়া উচিৎ।

ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আকবর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মুহাম্মাদ শাহজাহান ওমর তার এ কথায় দ্বিমত পোষণ করে বলেন,  মিডিয়ায় সংবাদ প্রকাশিত না হলে জনগণ দেশের খবর জানবে কিভাবে! মিডিয়ার মাধ্যমেই তো জনগণ সব তথ্য পাচ্ছে।

তিনি বলেন, এখন মোবাইলের যুগ। কমিটির সিদ্ধান্ত নিতে বৈঠক করতে হয় না। মোবাইলের মাধ্যমেই অনেক সময় অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

ড. তাসনিম সিদ্দিকী বলেন, আমাদের মূল সমস্যা হলো রাজনৈতিক অস্থিরতা। এটা সমাধান করলেই সব সমাধান হয়ে যাবে। আর মিডিয়া শুধু নয় দেশের মানুষকেও কথা বলতে দিতে হবে কথা জানাতে দিতে হবে।
 
ড. তাসনিম সিদ্দিকীর সঙ্গে একমত পোষণ করে সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল গোলাম কাদের বলেন, মিডিয়া বন্ধ করাই আসল সমাধান নয়। আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতির সমাধানই এখন সব সমস্যার চাবিকাঠি।
 
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।