রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ২৫ হাজার লিটার চোলাইমদ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। পরে সেগুলো ধ্বংস করে (র্যাব)-৫।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভড়ুয়াপাড়া এলাকা থেকে মদ উদ্ধার করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার মহেন্দ্রা এলাকার আবুল (৫০) এবং একই এলাকার নাসিম উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (৩০)।
দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেলের সিনিয়র এএসপি ও রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভড়ুয়াপাড়া এলাকার দু’টি দেশি মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় ২৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও কারখানা দু’টির মালিক আবুল ও রাজ্জাককে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকদের র্যাব কার্যালয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানা পুলিশে সোপর্দ করা হবে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫