ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আন্দোলনের নামে মানুষ হত্যা করা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
আন্দোলনের নামে মানুষ হত্যা করা হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: দেশে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।

তিনি বলেন, এটাকে কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

খালেদা ভোটের অধিকার হরণ করে এখন আবার পেট্রোল দিয়ে মানুষ পড়িয়ে হত্যা করছে। তিনি মানুষের বেঁচে থাকার অধিকার হরণ করতে যাচ্ছে।

রোববার দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জনগণ আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় জনগণ পেট্রোল বোমা হামলাকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিচ্ছেন। খালেদা জিয়া নিজেকে রক্ষা করতে পারবে না। বিএনপি-জামায়াত আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।

সম্মেলনে উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।  

জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি ছিলেন মন্নুজান সুফিয়ান এমপি, এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।