নড়াইল: দেশে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
তিনি বলেন, এটাকে কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।
রোববার দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, জনগণ আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় জনগণ পেট্রোল বোমা হামলাকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিচ্ছেন। খালেদা জিয়া নিজেকে রক্ষা করতে পারবে না। বিএনপি-জামায়াত আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।
সম্মেলনে উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি ছিলেন মন্নুজান সুফিয়ান এমপি, এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫