ঢাকা: রাজধানীর মিরপুর-১১-এর ৭ নম্বর সেকশন থেকে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার দুপুর দুইটার দিকে ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আলী আফসার রুবেল (২৫)। তিনি মিরপুর ১১ নম্বরের ৭ নম্বর সেকশনের রুবেল এন্টারপ্রাইজ নামের একটি হার্ডওয়্যার দোকানের মালিক।
ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই অ্যাডভোকেট আলী আফরার লিটন বাংলানিউজকে বলেন, রুবেল ব্র্যাক ব্যাংক থেকে এক লাখ ১৫ হাজার ১৯০ টাকা তুলে পাশের ওয়ান ব্যাংকে জমা দিতে যাচ্ছিল।
তিনি বলেন, টাকা তুলে ব্যাংকের নিচে আসা মাত্রাই ডিবি পরিচয় দিয়ে রুবেলের হাতে হ্যান্ডকাপ পরিয়ে কালো একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
ওই গাড়ির সামনের গ্লাসে সাদা কাগজে ‘ডিবি’ শব্দ লেখা ছিল। পাঁচজনের ওই দলে একজনের কাছে একটি পিস্তলও ছিল বলে জানান আলী আফরার।
তিনি আরো বলেন, রুবেলকে গাড়িতে তুলে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে কালশী এলাকার ব্লু-মুন রেস্তোরাঁর সামনে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
ঘটনা প্রসঙ্গে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মনিয়া বেগম বাংলানিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি।
তিনি বলেন, উপপরিদর্শক (এসআই) রাসেল ব্যবসায়ী রুবেলকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। সেখানে সিসি টিভি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫