ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় তিন নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ভারতীয় তিন নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: বাংলাদেশে সাত মাস কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা-ভারত সীমান্ত দিয়ে ভারতীয় তিন নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এরা হলেন- পশ্চিমবঙ্গের নদীয়া জেলা মরুটিয়া থানার বাসিন্দা আবের মল্লিক (৬০), আশুতোষ মল্লিক (৪৫) ও হাফিজ মল্লিক (২৮)।



রোববার দুপুরে তাদের হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রবিউল আউয়াল বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ৭ আগস্ট আত্মীয়ের বাড়িতে বেড়াতে চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। এ সময় তারা সীমান্তে টহলরত বিজিবির হাতে ধরা পড়ে।

বিজিবি এদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা করে পুলিশে সোপর্দ করে। এরপর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় তিন নাগরিকের কারাদণ্ড দেয় আদালত।

সেই থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন তারা। কারাভোগের মেয়াদ শেষ হলে রোববার দুপুরের পর দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর প্রধান পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের বিএসএফের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি।

হস্তান্তরের উপস্থিত ছিলেন- বিজিবির হাবিলদার নাসির উদ্দিন, দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এস আই মাহবুব, বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার আর.কে.বোরাহ্, গেদে ইমগ্রেশন অফিসার এইচবি সিং ও কেস্টগঞ্জ থানার কর্মকর্তা সুব্রত দাস।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।