ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শুল্ক জটিলতায় চট্টগ্রাম বন্দরে ৩০৯ গাড়ি আটক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
শুল্ক জটিলতায় চট্টগ্রাম বন্দরে ৩০৯ গাড়ি আটক

জাতীয় সংসদ ভবন থেকে: শুল্ক জটিলতায় বিদেশ থেকে আমদানিকৃত ৩০৯টি গাড়ি চট্টগ্রাম বন্দরে আটক রয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে বেগম শিরীন আখতারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


 
অর্থমন্ত্রী জানান, আটক গাড়িগুলোর আনুমানিক মূল্য ১২৪ কোটি টাকা। গাড়ি আমদানিকারকরা যথারীতি আমদানি শুল্ক ও অন্যান্য কর পরিশোধ করে ছাড় করিয়ে নেন। নির্ধারিত অতিরিক্ত সময় পরেও সেগুলো ছাড় না করালে কাস্টমস কর্তৃপক্ষ তা যথানিয়মে নিলামের মাধ্যমে সরকারি রাজস্ব আদায়ের ব্যবস্থা করে থাকে।
 
মো. শওকত চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে মোট ১৮০টি শুল্ক স্টেশন রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।