ঢাকা: সরকারি যনবাহন নিয়ন্ত্রণে ১৯৮৬ সালের ১৫ ফেব্রুয়ারি জারি করা সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে উত্থাপিত ‘সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন ২০১৪’ বিলের রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। চলতি অধিবেশনেই বিলটি পাশ করতে সুপারিশ করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রিপোর্টটি চূড়ান্ত করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক অংশ নেন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর এটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়, সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স বিগত ১৯৮৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কিছু অধ্যাদেশ কার্যকর করণ (বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০১৩ (২০১৩ সালের ২নং অধ্যাদেশ) দ্বারা রহিত করা হয়।
অধ্যাদেশগুলো বাংলা ভাষায় প্রণয়নের প্রেক্ষিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের মতামত গ্রহণ করে সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৪ প্রণয়ন করা হয়। তাই অধ্যাদেশটি আইনে পরিণত করা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫