নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে মো. আহসান (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার নয়ন-শ্রী ইউনিয়নের শৈল্যা এলাকার ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) কায়সার আহম্মেদ বাংলানিউজকে জানান, স্থানীয়রা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শৈল্যায় ধানক্ষেতে গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
খবর পয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫