ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ‘চিতল অভয়াশ্রমে’ বিলুপ্তপ্রায় চিতল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর নিচে চিতল অভয়াশ্রমে আনুষ্ঠানিকভাবে প্রায় এক মণ চিতলের পোনা অবমুক্ত করা হয়।
আশরাফ ডুবুরির ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা এ চিতল অভয়াশ্রমে পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা মৎস্য অফিসার মো. আব্দুল জলিল মিয়া, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম সেলিম, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ, পাবনা সদরের সিনিয়র মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়া, আটঘোরিয়া উপজেলা মৎস্য অফিসার শাকিলা জাহান, সাংবাদিক সেলিম সরদার, আশরাফ ডুবুরি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫।