ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় ৪ হাজার পিস ভারতীয় ট্যালকাম পাউডার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
কসবায় ৪ হাজার পিস ভারতীয় ট্যালকাম পাউডার জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে চার হাজার পিস ভারতীয় পন্ডস ট্যালকাম পাউডার জব্দ করেছে পুলিশ।

রোববার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ পাউডার জব্দসহ দুই পাচারকারীকে আটক করা হয়।



পাচারকারীরা হলেন, কসবার হাটপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২০) ও মো. অহিদ মিয়ার ছেলে কানু মিয়া (২০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারতীয় এ পাউডার ১৪টি বস্তায় ভরে দেশের অভ্যন্তরে নেওয়া হচ্ছিল।

আটক দুই পাচারকারীর বিরুদ্ধে কসবা থানায় মামলা দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।