ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সিলেট নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: সিলেট বিভাগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুন্দরনগরে রপ্তানিমুখি প্রতিষ্ঠান জে আই সি স্যুট লিমিটেড-এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এ সন্তোষ প্রকাশ করেন।



তিনি বলেন, সিলেট সদরে প্রবাসীদের সহযোগিতায় আইসিটি সেন্টার গড়ে উঠছে। এজন্য ৭০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সিলেটে অনেক সুযোগ সুবিধা আছে। শিল্পের উন্নয়নে যে সব উপাদান দরকার তার সবই আছে এ জেলায়। এখানে দেশি-বিদেশি উদ্যোক্তা রয়েছে। রয়েছে গ্যাস ও বিদ্যুৎ।

তিনি আরো বলেন, হবিগঞ্জ ও বাহুবলে পাওয়ার স্টেশন রয়েছে। শিল্পায়নের সব উপাদান থাকায় হবিগঞ্জের বাহুবল থেকে শাহজিবাজার পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে উঠছে।

সভায় সভাপতিত্ব করেন জে আই সি স্যুট লিমিটেড-এর চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, নবীগঞ্জ থেকে আমি মুক্তিযুদ্ধ করেছি। নবীগঞ্জের প্রতিটি আইল আমার পরিচিত। তাই নবীগঞ্জবাসীর সব দাবির সঙ্গে আমি একমত।

এ সময় তিনি ডিসেম্বরের মধ্যে নবীগঞ্জের প্রতিটি গুরুত্বপূর্ণ বাজারে গ্যাস সরবরাহের আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী।

প্রবাসী ফখরুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে নির্মিত জে আই সি স্যুট লিমিটেড এফ আই সি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। শতভাগ রপ্তানিমুখি জে আই সি স্যুট লিমিটেড নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা। এখানে ছয় শতাধিক শ্রমিক কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।