ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
রাজশাহীতে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

রাজশাহী: রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নিশিতা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার(১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিশিতা শালবাগানে তার বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু নিশিতা শালবাগান এলাকার নুর ইসলামের মেয়ে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।