ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামাউড়া ও বাহাদুরপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়েছেন স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন (৪০)।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বাহাদুরপুর গ্রামের আলী মিয়া ও কামাউড়া গ্রামের শাহীন মিয়ার সমর্থকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ বাধে। পরে তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। দুইপক্ষের লোকেরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বাংলানিউজকে জানান, গ্রামবাসী মহাসড়কের ওপরে সংঘর্ষে লিপ্ত থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সংঘর্ষ থামাতে ৬৬ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫