ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
আশুগঞ্জে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৫০ ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামাউড়া ও বাহাদুরপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়েছেন স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন (৪০)।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আশুগঞ্জের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বাহাদুরপুর গ্রামের আলী মিয়া ও কামাউড়া গ্রামের শাহীন মিয়ার সমর্থকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ বাধে। পরে তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। দুইপক্ষের লোকেরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বাংলানিউজকে জানান, গ্রামবাসী মহাসড়কের ওপরে সংঘর্ষে লিপ্ত থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সংঘর্ষ থামাতে ৬৬ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।