ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্রসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
শিবগঞ্জে অস্ত্রসহ ২ যুবক আটক ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট এলাকা থেকে দু’টি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে ৠাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

এরা হলেন-সাদ্দাম ও হীরক।

এ সময় তাদের কাছ থেকে দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ(শিবগঞ্জ)-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর বাড়ির সামনে থেকে পিস্তলসহ দুই য‍ুবককে আটক করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার কামরুজ্জামান পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক যুবকরা অস্ত্র ব্যবসায়ী। এদের র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শিবগঞ্জ থানায় সোপর্দ হবে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।