চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট এলাকা থেকে দু’টি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে ৠাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
এরা হলেন-সাদ্দাম ও হীরক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ(শিবগঞ্জ)-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর বাড়ির সামনে থেকে পিস্তলসহ দুই যুবককে আটক করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার কামরুজ্জামান পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক যুবকরা অস্ত্র ব্যবসায়ী। এদের র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শিবগঞ্জ থানায় সোপর্দ হবে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫