সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন কর্নগাঁও গ্রাম থেকে নার্গিস আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার(১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বাংলানিউজকে জানান, নার্গিস আক্তার পরিবারের সবার অগোচরে বসতঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বিকেলে দরজা লাগানো দেখে প্রতিবেশিরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দিরাই থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫