লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার চর সেকান্তরে মো. সেলিম নামে এক গ্রাম্য হারবাল চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার(১৫ ফেব্রুয়ারি) বিকেলে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এ রায় দেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আতারাব্বি, আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম আহাম্মদ উল্যাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫