শেরপুর: শেরপুরের শ্রীবর্দী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সন্তানকে গলাকেটে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা।
মৃতরা হলেন- উপজেলার কমলাকান্দা গ্রামের মনোয়ার হোসেন বিপ্লবের স্ত্রী সূর্যমনি (২২) ও শিশু পুত্র সীমান্ত (আড়াই বছর)।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর ধারণা, বাড়ির লোকজন শিশু সীমান্তকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর সূর্যমনিকে হত্যা করে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।
শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন তরফদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শুনেছি তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন। তবে তদন্ত সাপেক্ষে বিস্তরিত বলা যাবে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে ওসি জানান।
এ ঘটনার পর থেকে বাড়ির লোকজন পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫