মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের আদিবাসীরা তাদের স্বত্ত্বদখলীয় ভূমির আইনি স্বীকৃতি ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এনহেন্সম্যান্ট অব ইনডিজেনাস পিপলস ল্যান্ড রাইটস (ইআইপিএলআর), মানুষের জন্য ফাউন্ডেশন এবং কমিউনিটি বেইজ অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের জলছত্র বাজারের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। পরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদির আজিজের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ত্রিদলীয় (ভূমি মন্ত্রণালয়, বনবিভাগ ও আদিবাসী দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন) সার্ভের মাধ্যমে আদিবাসী গ্রাম চিহ্নিতকরণ, ঐতিহ্যগত ভূমির অধিকারকে স্বীকৃতি, বন ও প্রাকৃতিক সম্পদের উপর আদিবাসীদের নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি, ১৯৮৪ সনে গেজেটেড নোটিফিকেশনের বিষয় বাতিল, উপজেলার ১৮৪ আদিবাসী পরিবারের নামে বন বিভাগের ১০৯৮টি মিথ্যা মামলা প্রত্যাহার এবং আদিবাসী কৃষ্টি, সংস্কৃতি সংরক্ষণ, চর্চা ও উন্নয়নের স্বার্থে মধুপুরে একটি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবিসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি উইলিয়াম দাজেল, আচিক মিচিক সোসাইটির সভানেত্রী মালতী নকরেক, সম্পাদক সুলেখা ¤্রং, কোচ আদিবাসী সংগঠনের চেয়ারম্যান গৌরাঙ্গ বর্মণ, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সচেতন নাগরিক কমিটি-সনাক মধুপুরের সভাপতি শ্রী কুমার গুহ নিয়োগী রানা, মধুপুর মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) গোলাম কিবরিয়া।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫