ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় রহিমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী-ঢাকা মহাসড়কের মুলাডুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী।
পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজল বাংলানিউজকে জানান, পাবনা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরেছিলেন রহিমা। পথে মুলাডুলিতে নামার সময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, মাইক্রোবাসটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫