ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নাশকতা বন্ধে পুলিশ সুপারের লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বগুড়ায় নাশকতা বন্ধে পুলিশ সুপারের লিফলেট বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নাশকতা বন্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক।  

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে কমিউনিটি পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ সুপার লিফলেট বিতরণ করেন।

  

লিফলেট বিতরণকালে মোজাম্মেল হক বলেন, মানুষের জীবন ও সম্পদ আজ বিপন্ন প্রায়। যেকোনো সময় পেট্রোল বোমায় পুড়ে মৃত্যুবরণ করতে পারে আমাদের প্রিয়জন। রাজনৈতিক কর্মসূচি হবে শান্তিপ্রিয়। কিন্তু বর্তমান সময়ে হরতাল-অবরোধের নামে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতা।

তিনি বলেন, যেকোনো উপায়ে এই নাশকতা বন্ধ করতে হবে। দলমত নির্বিশেষে সব শান্তিপ্রিয় সচেতন মানুষকে সবার আগে এগিয়ে আসতে হবে। গণজাগরণ ও গণসচেতনতা সৃষ্টি করে এ ধরনের সামাজিক অস্থিরতা প্রতিরোধ করতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, কমিউনিটি পুলিশিং বগুড়া জেলা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, ব্যবসায়ী জি এম সাকলায়েন বিটুল, অ্যাডোনিস বাবু তালুকদার, আব্দুস আব্দুল্লাহেল কাফী তারা, রবিউল ইসলাম লিটন, দিলরুবা আমিনা সুইট, নাজমা পারভীন, নাছরিন রহমান সীমা, আফরোজা আক্তার রীমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা,  ১৫ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।