সিলেট: সিলেটে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর উপজেলার ছালিয়া পাগলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল দোরাকুল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. নূরুল হক (৪০), গোয়াইনঘাট উপজেলার সালুটিকর গ্রামের নাইমুল্যার ছেলে মো. ইসহাক আলী (২৪) ও সদর উপজেলার সাহেবের বাজার এলাকার মৃত ইসমত আলীর ছেলে মো. লিয়াকত আলী (৩০)।
বিজিবি ৪১ ব্যাটেলিয়ানর একটি টহল দল হাবিলদার মো. আলী আমজাদের নেতৃত্বে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৬ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫