ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দিল পুলিশ ফাইল ফটো

 ঢাকা:নিরাপত্তার স্বার্থে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দিয়েছে শাহবাগ থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১২ টায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের উপস্থিতিতে পুলিশ গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল তুলে দেয়।

এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বাংলানিউজকে বলেন, মিডিয়া সেল কি কারণে তুলে দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট না। নিরাপত্তার অজুহাতে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া গণজাগরণ মঞ্চের কাম্য নয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তার স্বার্থে মিডিয়া সেল তুলে দেওয়া হয়েছে এবং মালামাল নিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।