ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সোনার দোকানে চুরির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বগুড়ায় সোনার দোকানে চুরির অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের গালাপট্টি এলাকার ‘রায় প্লাজায়’ সীমা জুয়েলার্সে  নগদ টাকা ও স্বর্ণাঙ্কারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে দোকানের মালিক আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।



অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, অন্যান্য দিনের মতো শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান সামাদ। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে দোকান খুললে চুরির বিষয়টি চোখে পড়ে। চোর দোকানের পেছন দিকের দেওয়ালের কিছু অংশ ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর তারা তিনটি সিন্দুক ভেঙ্গে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা ও ৮৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।