ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ৩ জামায়াত-শিবির কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
চিরিরবন্দরে ৩ জামায়াত-শিবির কর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে উপজেলার রাণীরবন্দর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

 
 
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
 
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।  
 
তিনি জানান, গ্রেফতার হওয়া জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে ২০দলের অবরোধ-হরতালে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।  
 
নাশকতায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।