সিলেট: শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষা। কিন্তু সিলেটে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়ে অনিশ্চিত হয়ে পড়েছে শর্মী দেবেরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার বিষয়টি।
শর্মী দেব (১৬) যতরপুর নবপুস্পায়ন এলাকার বিনোদ বিহারী দেব’র মেয়ে। নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এক বান্ধবীর বাসা থেকে বই আনতে বের হলে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয় শর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে রাস্তায় পড়েছিল শর্মী। তাকে উদ্ধার করে প্রথমে একটি ওষুধের দোকানে (ফার্মেসি) নিয়ে যাওয়া হয়। রক্তক্ষরণ বেশি হওয়ায় পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা শেষে তার স্বজনরা শর্মীকে বাসায় নিয়ে যান।
তারা জানান, বিকেলে মিরাবাজারে গাড়ি ভাঙচুর করার সময় পিকেটারদের ধাওয়া করে পুলিশ। পিকেটাররা যতরপুর হয়ে উপশহরের রাস্তায় পালিয়ে যাওয়ার চেষ্টা করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আহত হয় শর্মী।
সন্ধ্যায় তার বাসায় বাংলানিউজের সঙ্গে আলাপ হয় শর্মীর। তিনি জানান, বান্ধবীর বাসা থেকে বই নিয়ে ফেরার সময় দেখি কয়েক জন যুবক দৌড়ে আসছে, পেছনে পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই মুখে কিসের আঘাত লাগে। আমি চিৎকার করি, তারপর আর কিছু মনে নেই।
এদিকে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার কথা জানান তার পরিবারের সদস্যরা।
শর্মীর বাবা বিনোদ বিহারী ও মা শান্তা রানী বলেন, শর্মীর চিৎকার শুনে বেরিয়ে এসে আমরা ওকে মাটিতে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহায়তায় প্রথমে একটি ফার্মেসিতে এবং পরে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, রাবার বুলেটের একটি বল ছাত্রীর নাকের পাশে লেগেছে। আমরা তাকে দেখতে গিয়েছিলাম। তার ছবি তুলে ঊর্ধতন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫