ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে মবিলের দোকোনে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
কালীগঞ্জে মবিলের দোকোনে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে তানহা অটো নামে একটি মবিলের দোকানে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার রবিউল আলামিন বাংলানিউজকে জানান, কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ব্যবসায়ী শাফিকুল ইসলামের তানহা অটো নামে একটি দোকানে রোববার রাতে সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে দোকানের মবিল ও তেলসহ মোটর পার্টেসর ব্যাপক ক্ষতি হয়।

এদিকে তানহা অটোর মালিক ব্যবসায়ী শাফিকুল ইসলাম জানান, আগুনে তার দোকানের আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।