বরিশাল: ফাল্গুনের তিনটি দিন পার হতে না হতেই রোববার রাত ১২টা ৫০মিনিটি থেকেই বরিশালের আকাশে শুরু হয় মেঘের নরম সুরের গর্জন। ৫ মিনিট অতিবাহিত হতে না হতেই গর্জনের সঙ্গে শুরু হয় বৃষ্টি ও প্রবল বাতাস।
২৫ মিনিট পর বৃষ্টি কিছুটা কমে গেলে মেঘের গর্জনের শব্দও কমে আসে। রাত দেড়টার দিকে বৃষ্টি থেমে যায়। এর পরও শোনা যায় মেঘের গর্জন।
এদিকে প্রবল বাতাস ও মেঘের গর্জন শুরু হতে না হতেই বিশেষ বিশেষ স্থান ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। যা রাত পৌনে ১টার পর স্বাভাবিক হয়।
বৃষ্টি শীতের জীর্ণতা আর ধুলো- বালি ধুয়ে-মুছে নিয়ে গেছে। পাশাপাশি শীতের শেষে রিমঝিম এ বৃষ্টি যেন গ্রীষ্মের আগমনী বার্তা।
প্রবাদে আছে মাঘের শেষে আর ফাল্গুনের শুরুতে বৃষ্টি হলে ফসলের জন্য খুবই ভাল। বিশেষ করে আম লিচুর মুকুল পরিপুষ্ট হতে সাহায্য করে এ সময়ের বৃষ্টি। তাই সবার কাছেই হয়তো কাঙ্খিত ছিল ফাল্গুনের এ বারিধারা।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫