রাঙামাটি: রাঙামাটি শহরের রিজার্ভবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রুবেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আগুনে বাজারের তিনটি দোকান ও একটি বসত ঘর পুড়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রুবেল (২২) পুড়ে যাওয়া মুদি দোকানের মালিক বলে জানিয়েছে স্থানীয়রা। তিনি চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে রিজার্ভবাজার মসজিদ কলোনী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মুছা সওদাগরের বসতঘর, একটি আসবাবপত্রের দোকান ও একটি আসবাবপত্র নির্মাণের কারখানা ও একটি মুদির দোকানে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকান ও বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে, ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর মধ্যেই রুবেল আগুনে পুড়ে মারা যায়।
ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত তা তাৎক্ষনিক জানা যায়নি। রাতেই রাঙামাটির জেলা প্রশাসক সামুসল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে থেকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আগুনে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫