ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর পৌরসভা নির্বাচন ২৯ মার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
চাঁদপুর পৌরসভা নির্বাচন ২৯ মার্চ

চাঁদপুর: নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মার্চ।  
 
নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।


 
চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার আতাউর রহমান জানান, তফসিল অনুযায়ী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। প্রার্থী বাছাই ১ মার্চ, প্রত্যাহার ১০ মার্চ ও প্রতীক বরাদ্দ ১১ মার্চ।
 
মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ নয় বছর পর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
সর্বশেষ ২০০৫ সালের শেষ দিকে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় নয় বছর যাবত মেয়র পদে নাছির উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন।  
 
এদিকে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর রোববার সন্ধ্যার পর চাঁদপুর শহরে ভোটার ও প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে।  
 
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।