পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ার কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছ দুর্বৃত্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, রাতে কাঁঠালিয়া-ভান্ডারিয়া রুটের রায়হান নামে দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে ধোয়া বের হতে দেখে টহল পুলিশ। এ সময় তারা ভান্ডারিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। ততক্ষণে বাসের সিটগুলোসহ ভেতরের অংশ পুড়ে যায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু জাহিদ বাংলানিউজকে জানান, কিভাবে বাসে আগুন লেগেছে তা জানা যায়নি। এ সময় টহল পুলিশ কাউকে দেখতে পায়নি।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫