ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ইজিবাইকের চাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ভোলায় ইজিবাইকের চাপায় নারী নিহত ছবি: প্রতীকী

ভোলা: ভোলা শহরের উকিলপাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় চম্পা আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত চম্পা ভোল‍া পৌরসভার এক নম্বর অফিসারপাড়া এলাকার মো. মমিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চম্পা সকালে তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে উকিলপাড়ায় পেছন থেকে অপর একটি যানবাহনের ধাক্কায় তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কমলেশ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।