ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রেসক্লাবে বাদশা’র মরদেহ (আপডেটেড)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
জাতীয় প্রেসক্লাবে বাদশা’র মরদেহ (আপডেটেড) ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় প্রেসক্লাব প্রা‌ঙ্গণে রাখা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশা’র মরদেহ। এখানে তার নামাজে জানাযাও সম্পন্ন হয়েছে।

  সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ প্রেসক্লাবেই রাখা হবে।

জানাযা শুরুর আগে বক্তব্য রাখেন মরহুমের ভাই রাশেদুল হক নফা। এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে’র মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ, বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজামসহ সাংবাদিক নেতারা।

এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। বিকেলে কুষ্টিয়া জেলা ঈদগাহ ময়দানে আরেকবার জানাজা সম্পন্ন করে শহরের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।

আমিনুল হক বাদশা গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তার প্রথম নামাজে জানাযা ও নাগরিক শোকসভা গত ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

তিনি বিশিষ্ট আইনজীবী মরহুম খন্দকার লুৎফল হক এবং রত্নগর্ভা মাতা মরহুমা সকিনা খাতুনের পুত্র।

মৃত্যুকালে বাদশা স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ৫ ভাই, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।