ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে হেরোইন বিক্রেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সারিয়াকান্দিতে হেরোইন বিক্রেতা আটক

সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে আরিফুল ইসলাম ওক্কা  নামে এক হেরোইন সেবী ও বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল এলাকার সরকারপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর থেকে এক গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।



আরিফুল ইসলাম ওক্কা সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিজতিত পরল গ্রামের আলিমুদ্দীন আকন্দের ছেলে।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করবে।

‍ বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।