ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার নিজ বাড়ির গোয়াল ঘর থেকে সিরাজুল ইসলাম (২৮) নামে এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত কৃষক সিরাজুল ইসলাম ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহজাহান আলীর ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গোয়াল ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সিরাজুল ইসলামের মৃতদেহ দেখে পরিবারের লোকজন থানায় খবর দেন।
পরে সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব না বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫