ভোলা: ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া ট্রলারের ইঞ্জিন চালু করতে গিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছেন এক ব্যক্তি।
সোমবার সকাল সোয়া ৯টা ও রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শহরের পৌর এক নম্বর ওয়ার্ডের মো. মমিনের স্ত্রী চম্পা আক্তার (২৮) ও বোরহানউদ্দিনের মুলাই পত্তন গ্রামের বৃদ্ধ শাজাহান (৮০)।
পুলিশ জানায়, চম্পা সকালে তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে উকিলপাড়ায় পেছন থেকে অপর একটি যানবাহনের ধাক্কায় তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রোববার রাত ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিনের মনিরাম বাজারে পথচারী শাজাহানকে চাপা দেয় একটি দ্রুতগামী মোটরসাইকেল। এতে তিনি গুরতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে বোরহানউদ্দিন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য উভয়ের মৃতদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়াও মেঘনায় মাছ শিকারে গিয়ে ট্রলারের ইঞ্জিন চালু করতে গিয়ে আঘাত পেয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গুরতর আহত হয়েছেন ফারুক (৩০) নামে এক বেদে। তাকে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) কমলেশ হালদার ও বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫