সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ী এলাকা থেকে পাইপগান ও দেশি অস্ত্রসহ সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক সিরাজুল জেলার শাহজাদপুর উপজেলার বজ্রপাড়ার আজমত প্রামাণিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বালশাবাড়ী এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তিন আরোহীসহ একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল ফেলে পালানোর তাদের মধ্যে সিরাজুল পুলিশের হাতে আটক হন। পরে তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, হাঁসুয়া ও ডেগার উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫