ঢাকা: রাজধানীর মুগদা থেকে গুলি ও বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) ৮টা ৪০ মিনিটের দিকে উত্তর মুগদাপাড়া এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে এলাকার ৪/৪ নম্বর বাড়ির নিচতলা থেকে কামরুল হাসান ওরফে সুমন ও মোহাম্মদ ইব্রাহীম নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫