লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে পারুলিয়া বাজারে সাহাদাত মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বাংলানিউজকে জানান, ভোরে সাহাদাত মার্কেটের একটি সারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারে নি। ।
ওই মার্কেটের মালিক মুজিবুল আলম সাহাদাতের দাবি এ অগ্নিকাণ্ডে সব মিলে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, ওসি আব্দুল মতিন প্রধান ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫