ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবির বরকত সংগ্রহশালায় নিরাপত্তারক্ষীর ঝুলন্ত লাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ঢাবির বরকত সংগ্রহশালায় নিরাপত্তারক্ষীর ঝুলন্ত লাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভাষা শহীদ বরকত স্মৃতি সংগ্রহশালা ও জাদুঘর থেকে এর নিরাপত্তারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ থানা পুলিশের সহায়তায় হল প্রশাসন এ লাশ উদ্ধার করে।



নিরাপত্তারক্ষীর নাম শংকরচন্দ্র রায় (২৭)। তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানায় হল প্রশাসন।

বরকত স্মৃতি সংগ্রহশালার পরিচালক ও জহুরুল হক হলের প্রভোস্ট আবু মোহাম্মদ দেলওয়ার হোসেন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, সকালে হলের কর্মচারীরা সংগ্রহশালার ভেতরে শংকরের ঝুলন্ত লাশ দেখে আমাকে জানায়। খবর পেয়ে সংগ্রহশালার কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করি।

শাহবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জামান বাংলানিউজকে বলেন, নিরাপত্তারক্ষীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শংকর মানসিক রোগে ভুগছিলেন এবং এজন্য সম্প্রতি তার চিকিৎসা চলছিল বলেও জানান প্রভোস্ট এবং এসআই।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।