সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ১৪৪ ধারা অমান্য করায় তিনজনকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রয়ারি) সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ওই ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে মজনু মিয়া (৫০), মৃত আমজাদ হোসেনের ছেলে নাননু মিয়া (৪০) ও হুসেন আলীর ছেলে লোকমান হোসেন (৪৫)।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাস ট্রামিনাল সংলগ্ন এলাকায় একটি স্কুলের দুই শতক জায়গা নিয়ে রেজাউল করিম নামে ব্যক্তি বিরোধ চলছিল। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তার সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় রোববার রাত ১০টা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
সকালে এ ধারা অমান্য করে রেজাউল করিমের লোকজন ওই বিরোধপূর্ণ জায়গা দখলের জন্য মালপত্র আনতে শুরু করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
পরে সকাল ১১টায় আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সারিয়াকান্দি ইউএনও অফিসের অফিস সহকারী মো. কায়েম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫