পাথরঘাটা(বরগুনা): পাথরঘাটা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জেলে বহরে অস্ত্রধারী দস্যুদের হাতে গুলিবিদ্ধ ৮ জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আহতদের নিয়ে আসা হয়।
আহতরা হলেন- নুরুল ইসলাম, কবির হাওলাদার, মাসুদ মিয়া, লিটন মিয়া, খোকন মিয়া, সাইদুল, ফোরকান ও লিটু মিয়া। তাদের বাড়ি পাথরঘাটা ও বরগুনার নিশানবাড়িয়া এলাকায়।
গুলিবিদ্ধ খোকনের বাড়ি পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে। বাকি জেলেদের বাড়ি বরগুনার ১০নং নলটোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আহত জেলেদের প্রত্যেকের শরীরের অন্তত ৩০ থেকে ৪০টি গুলি লাগে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানান্তর করা হয়েছে। আহতদের মাথায়, বুকে ও পেটে গুলি লেগেছে। ওই গুলিগুলো তোলার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকায় তাদের স্থানান্তর করা হয়েছে।
এদিকে, আহতদের পাথরঘাটা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, সদর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান, পাথরঘাটা থানার ওসি জি.এম শাহনেওয়াজ, বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, ট্রলার শ্রমিক ইউনিয়ন সভাপতি আ. মান্নান মাঝি সেখানে উপস্থিত হন।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বাংলানিউজকে বলেন, স্বজনদের সঙ্গে সমন্বয় করে ইতোমধ্যেই দুটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে বরিশালে পাঠানো হয়েছে। সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শাহনেওয়াজ বাংলানিউজকে বলেন, আহত জেলেদের জবানবন্দি নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সরকার বাংলানিউজকে বলেন-আহত জেলেদের বাড়ি দুই উপজেলায় হওয়ায় তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাথরঘাটা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পাথরঘাটার আলম মোল্লার মালিকানা এফবি মোহসিন আউলিয়া-১, এফবি মোহসিন আউলিয়া-৩ ও এফবি মোহসিন আউলিয়া-৪ ট্রলার মাছ ধরার সময় দস্যুরা গুলি করে ৮ জেলেকে গুরুতর আহত করে।
একই সময় দস্যুরা এফবি শামিম, এফবি আল্লাহর দান ও এফবি স্বাধীন ট্রলারে ডাকাতি করে রসদ সামগ্রী নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫