মেহেরপুর: মেহেরপুরে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে দুই জুয়াড়িকে ১০ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এ আদেশ দেন।
দণ্ডের আদেশপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার তেরাইল গ্রামের মুরাদ আলীর ছেলে মাহাতাব আলী ও জামশেদ আলীর ছেলে খোকন (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে চার যুবক মাহাতাব আলীর বাড়িতে জুয়া খেলছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জুয়ার টাকা ও খেলার সরঞ্জামসহ মাহাতাব ও খোকনকে আটক করে। এসময় অপর দুই জুয়াড়ি একই গ্রামের দাউদ হোসেন ও মিলন হোসেন পালিয়ে যান।
তিনি আরো জানান, পরে আটক দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এসময় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫