ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পরিবহন মালিক-বিজিবি মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সিরাজগঞ্জে পরিবহন মালিক-বিজিবি মতবিনিময়

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পরিবহন মালিক, শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের পরিবহন সেক্টরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি অফিসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-১৪ ব্যাটালিয়নের কমান্ডার মেজর ইকবাল আকতার।



জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী, জেলা ট্রাক ও ট্যাংক লরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম উদ্দিনসহ পরিবহনের বিভিন্ন সেক্টরের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলার সব পরিবহন সচল রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় পরিবহনের সার্বিক নিরাপত্তার আশ্বাস দেয় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।