ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে হরতাল-অবরোধ বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সুনামগঞ্জে হরতাল-অবরোধ বন্ধের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: ‘মানবতা জাগ্রত হোক’ স্লোগানে সুনামগঞ্জে হরতাল ও অবরোধ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক অধিকার পরিষদ।

সোমবার (১৬ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, ব্যবসায়ী রঞ্জিত কুমার দাস, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, বিকাশ রঞ্জন চৌধুরী, অ্যাডভোকেট সালেহ আহমদ, মানব চৌধুরী প্রমুখ।

বক্তারা পরীক্ষার সময় হরতাল-অবরোধ বন্ধ করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষার সুযোগ এবং ব্যবসার পরিবেশ তৈরির জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।