মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়ন আতানগিরি গ্রাম থেকে মো. সুফি মিয়া (৫০) নামে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সুফি মিয়ার বাড়ি ওই একই গ্রামে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সুফি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫